Subscribe our Channel

পঞ্চগড়ে সবুজ আন্দোলন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে সবুজ আন্দোলন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

মোঃ তোতা মিয়া বিভাগীয় ব্যুরো প্রধান রংপুর :

পঞ্চগড়ে বৃহস্পতিবার বিকেল ৩ টার সময় সিএফসি চাইনিজ হোটেলে সবুজ আন্দোলন পঞ্চগড় জেলা কমিটির পরিচিতি সভা অনিষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৫ উপজেলার সকল সদস্যরা যথাসময়ে পঞ্চগড় সেন্ট্রাল প্লাজা সিএফসি চাইনিজ হোটেল কক্ষে সম্মিলিত হয়ে কমিটির সকল সদস্য দের পরিচয় পর্ব শেষে মূল আলোচনার কার্যক্রম ও দিকনির্দেশনা বিষয়ে আলোচনা করেন। এ সময় বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা সবুজ আন্দোলন কমিটির সভাপতি হাসনাত মোঃ হামিদুর রহমান, তিনি বলেন পঞ্চগড়ে সবুজ আন্দোলন একটি স্বেচ্ছাসেবক কমিটি দীর্ঘ তিন বছর থেকে পরিচালনা করা হলেও প্রকাশ পেয়েছে মাত্র এক বছর থেকে। এই সবুজ আন্দোলন সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যেতে আমাদের সবাইকে শ্রম দিতে হবে তাহলে আমরা এর সফলতা লাভ করতে পারব। এই সংগঠন জেলা থেকে উপজেলা, উপজেলা থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায়ে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে হবে। তাহলেই আমাদের কার্যক্রম সফলতা পাবে, তাই আমি বলবো এই কমিটির একটি পূর্ণ মিলন করা আমাদের দরকার আমরা আগামীতে এই সংগঠনকে আরো শক্তিশালী করার জন্য পঞ্চগড় জেলার বিভিন্ন স্তরিজ নেতাকর্মী সহ প্রশাসনিক দার পর্যন্ত পৌঁছে দিতে হবে। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন পঞ্চগড় জেলার সড়ক পরিবহন শ্রমিক লীগের যুগ্মসাধারণ সম্পাদক গরীব দুখী মেহনতী মানুষের কান্ডারী জনাব নুরুজ্জামান মিয়া, তিনি খুব সুন্দর বক্তব্য দিয়ে বলেন সবুজ আন্দোলন একটি স্বেচ্ছাসেবক সংগঠন এই সংগঠনকে আরো ভালোভাবে প্রসার পাওয়ার জন্য আমরা সকলে একত্রিত হয়ে এগিয়ে নিয়ে গেলে অদূর ভবিষ্যতে আমাদের সুনাম দেশজুড়ে ছড়িয়ে পড়বে। আলোচনা সভায় মূল্যবান বক্তব্য রাখেন সবুজ আন্দোলনের জেলা কমিটির সাধারণ সম্পাদক রাশিদুজ্জামান শে বলেন সবুজ আন্দোলন সংগঠনটির কাজ হল পরিবেশ রক্ষা করা এবং আমরা যেখানেই দেখব প্রতিদিন জায়গা পড়ে আছে সেখানে গাছ লাগিয়ে পরিবেশকে বায়ু দূষণ থেকে রক্ষা করবো। এছাড়াও যারা পরিবেশ দূষিত করে তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলব এটাই হলো সবুজ আন্দোলন সংগঠনের কাজ। এছাড়াও সভায় আরও বিভিন্ন সবুজ আন্দোলনের নেতা কর্মীরা যে যার মতো বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *