মোঃ তোতা মিয়া পঞ্চগড় : পঞ্চগড় জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এস এম সিরাজুল হুদা পিপিএম, সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জনাব রুনা লায়লা মহোদয়গনের দিক-নির্দেশনায় বোদা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হক এর নেতৃত্বে বোদা থানার এসআই মোঃ বদিউজ্জামান, এসআই মোঃ মন্জুরুল ইসলাম, এএসআই মোঃ মতিয়ার রহমান, এএসআই মোঃ আসাদুজ্জামাস প্রামানিক ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে ১৬ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১০ টা ৪০মিনিটে বোদা থানাধীন বোদা পৌরসভাস্থ ০৭ নং ওয়ার্ডের মোঃ আবাদুল লতিফ এর পান সুপারির দোকানের পিছনে পুরাতন দুই তলা বিশিষ্ট কাঠের পরিত্যক্ত ঘরের পশ্চিম পার্শ্বে নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্ডাডল ট্যাবলেট বিক্রয়ের সময় মাদক ব্যবসায়ীদের কে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত আসামিরা হলেন
১। মোঃ শাহেরুল ইসলাম (৪০), পিতা-মোঃ আতাবুর রহমান, গ্রাম -নাজিরপাড়া, ২। মোঃ সাজ্জাদ হোসেন (৩০), পিতা-মোঃ আব্দুল গফুর, গ্রাম -থানাপাড়া, ৩। মোঃ মমিনুল ইসলাম (২৯), পিতা-একরামুল হক, গ্রাম -পশ্চিম ভাসাইনগর, সকলের থানা-বোদা, জেলা-পঞ্চগড় গ্রেফতার কালে তাদের কাছ থেকে ২৭ পিচ ট্যাপেন্ডাডল/মাদকদ্রব্য সহ আটক করে। পরে এসআই মোঃ বদিউজ্জামানের আনীত অভিযোগের প্রেক্ষিতে আসামিগণের বিরুদ্ধে বোদা থানার মামলা নং ১২, তারিখ ১৭/০২/২০২৪, ধারা -২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৯(ক) রুজু করা হয়। এ বিষয়ে বোদা থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক বলেন আসামিগণকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে বোদা থানা পুলিশের বিশেষ অভিযান সর্বদাই অব্যাহত