মো . তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১নং সদস্য, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও বীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ মনজুরুল ইসলাম। রবিবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার ভোগনগর ইউনিয়নের ভাবকী গ্রামে তার নিজ বাসভবনে এ মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় তিনি বলেন, উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলে মাদক ও জুয়ার প্রসারতা ব্যাপকভাবে বেড়ে গেছে। তাই সবাইকে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, সাংবাদিকরা দলমতের ঊর্ধ্বে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ জাতির সামনে তুলে ধরবেন, উন্নত দেশ ও জাতি গঠনে গণমাধ্যমে ভূমিকা অপরিসীম। এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিনুল বাহার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, সাংগঠনিক সম্পাদক মোজাহিদুল ইসলাম মাজু, সহ সাংগঠনিক সম্পাদক মমতাজুল ইসলাম তাজু, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক লাইছুর রহমান লিপু, উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী, পৌর যুবদলের সদস্য সচিব মো. মোকারম হোসেন পলাশ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান চৌধুরী আকাশ।