
পীরগঞ্জ প্রতিনিধি : চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে আলচনা সভা করা হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। বৃহস্পতিবার দুপুরে পীরগঞ্জ রেলওয়ে স্টেশন প্লাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়।দিনাজপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদের সভাপতিত্বে জনসচেতনতা মূলক সভায় পীরগঞ্জ পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, পীরগঞ্জ স্টেশন মাস্টার সোহরাব হোসেন সুজন, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, পৌর কাউন্সিলর আমিনুল ইসলাম, মোহাম্মদ মিলন, দবিরুল ইসলাম, এ এইচ এম কামরুজ্জামান বক্তব্য দেন।
এ সময় রেলওয়ে পুলিশের বিট অফিসার রুবেল আলম, পীরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বিষ্ণুপদ রায়, পীরগঞ্জ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বাদল হোসেন, সাধারণ সম্পাদক আবু তারেক বাঁধন, সহজ ডট কমের প্রতিনিধি জুনায়েদ কবির, পীরগঞ্জ স্টেশনের পয়েন্টম্যান নিখিল চন্দ্র সহ ট্রেনের যাত্রীরা উপস্থিত ছিলেন।বক্তারা সভায় ট্রেনে পাথর নিক্ষেপ, মাদক পরিবহন, টিকিট কালোবাজারি প্রতিরোধ এবং নিজস্ব জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে টিকিট ক্রয় করা সহ বিভিন্ন ধরনের সচেতনতা মূলক বক্তব্য দেন।