Subscribe our Channel

মোঃ ইলিয়াস আলী ,নিজস্ব প্রতিবেদকঃ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সুবাস চন্দ্র সরকার (৪০) নামে এক ভূয়া গরুর (ভেটেরিনারি) চিকিৎসককে ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার ১৫ জুলাই দুপুর ২টা ৩০ মিনেটে বালিয়াডাঙ্গীর ঐতিহ্যবাহী লাহিড়ী বাজার এলাকায় ওই ভূয়া চিকিৎসককে জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল আলম সুমন।
জানা গেছে, ধনতলা ইউনিয়নের ভান্ডারদহ গ্রামের গোলগবিন্দ সরকারের ছেলে সুবাস চন্দ্র সরকার ২০০৮ সাল থেকে নিজেকে পল্লী চিকিৎসক পরিচয় দিয়ে এলাকায় গরু,ছাগলের (ভেটেরিনারী) চিকিৎসা করে আসছেন। পল্লী চিকিৎসকের কোন সনদ না থাকলেও তিনি ডাক্তার টাইটেল লাগিয়ে ভিজিটিং কার্ড ছাপিয়ে ফুটানি বাজার এলাকায় চেম্বার বসিয়ে চিকিৎসক পরিচয় দিয়ে এলাকায় দাপিয়ে বেড়ান। বুধবার দুপুরে লাহিড়ী বাজার এলাকায় সুবাস চন্দ্রের মোটরসাইকেলের পেছনে চিকিৎসার সরঞ্জাম এবং ঔষুধের ব্যাগ দেখে তল্লাশি চালায় ভ্রাম্যমান আদালত।
পরে তার কাছ থেকে অত্যাধিক পাওয়ারের অনেক এন্টিবায়োটিক, ডাইক্লোফেনাক এবং কিটোপ্রোফেনসহ গরু মোটাতাজাকরণের ট্যাবলেট সহ বিভিন্ন ক্ষতিকর ঔষুধ পাওয়া যায়।এ সময় তিনি চিকিৎসকের সনদ দেখাতে না পারায় এবং এন্টিবায়োটিকসহ ও ক্ষতিকর ঔষুধ বহন করায় ঘটনাস্হলেই তাকে ৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল আলম সুমন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *