Subscribe our Channel

ঠাকুরগাঁওয়ে আরএসডিও এর উদ্যোগে মাক্স হ্যান্ড স্যানিটাইজার লিফলেট বিতরণ

 ঠাকুরগাঁও প্রতিনিধি :

 

করোনা সংক্রমণ থেকে মানুষ যেন নিরাপদ থাকতে পারে সেজন্য শহরের ৪টি পয়েন্টে ৫০০ জনকে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন আর এস ডিও।

 

 

বুধবার দুপুরে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় এই কার্যক্রমের উদ্বোধন করেন আর এস ডিও এর নির্বাহী পরিচালক ইকলিমা খাতুন মিনা । সরকার সর্বস্তরের জনসাধারণকে মাস্ক পড়া বাধ্যতামূলক করলেও অনেকে সরকারের এ নির্দেশ মানছেন না।

 

 

 

তাই করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে মাস্ক পড়তে জনসাধারণকে উদ্বুদ্ধ করার জন্য সকাল থেকে পৌর এলাকার সড়কে মাস্কবিহীন পথচারী, ফুল ব্যবসায়ী, কাপড়ের দোকান কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র, ছাত্রী, রিক্সা, ভ্যান, ইজিবাইক, অটোরিকশা ও গাড়ির যাত্রী, চালকদেরকে মাস্ক পড়িয়ে দেন সংগঠনের নেতৃবৃন্দ।

 

 

প্রতিষ্ঠানের পরিচালক ইকলিমা খাতুন মিনা জানান পথে পথে আমরা করোনাভাইরাসের বিষয়ে সাধারণ মানুষের কথা ভেবে সচেতনতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি ।

 

এছাড়া পাঁচ শতাধিক মানুষকে মাস্ক পরিয়ে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করছি ।

 

এসময় উপস্থিত ছিলেন সংগঠন টির অন্যান্য সদস্যরা ।এই প্রচারে সংগঠন টির কয়েকটি টিম অংশ নেন তাদের জনসচেতনতা মূলক কার্যক্রম অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *