Subscribe our Channel

ঠাকুরগাঁওয়ে ভলান্টিয়ারদের নিয়ে ফেব্রুয়ারি মাসের মাসিক সভা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:
৫ মার্চ ২০২১ রোজ শুক্রবার বিকাল সড়ে ৩টায় ঠাকুরগাঁও বড়মাঠ ফুচকা ঘরের সামনে অবস্থিত লিভিংস্টোন কিন্টারগার্ডেন ক্যাম্পাসে ভিবিডি ঠাকুরগাঁওয়ের সকল স্তরের ভলান্টিয়ারদের নিয়ে ফেব্রুয়ারি মাসের মাসিক সভা সম্পন্ন হয়।
সভা তে উপস্থিত ছিলেন সভাপতি (নির্ণয় চৌধুরী)এবং উপস্থিত ছিলেন (এস. এম. মনিরুজ্জামান মিলন
সাধারণ সম্পাদক, ভিবিডি ঠাকুরগাঁও)।

সভার শুরুতে ভিবিডি ঠাকুরগাঁওয়ের জেনারেল মেম্বার হারুন ভাইয়ের মা’য়ের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ভিবিডি ঠাকুরগাঁওয়েরঅনলাইন ইভেন্ট‘চেতনায় একুশ’ প্রতিযোগিতা ও জাতীয় ইভেন্ট ‘সুরক্ষায় রক্ষা’ ক্যাম্পেইনের বিস্তারিত জানানো হয়।‘চেতনায় একুশ’ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। বিজয়ীদের দ্রুত অনলাইন সার্টিফিকেট প্রদান করার কথাও বলা হয়।
মার্চে অনেকগুলো জাতীয়, আন্তর্জাতিক দিবস রয়েছে। ৮ই মার্চ বিশ্ব নারী দিবস ও ১৭ই মার্চ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনকে সামনে রেখে আগামী ১৮ই মার্চ বৃহস্পতিবার ‘Public Speaking’ Contest, কর্মশালা ও আবৃত্তি প্রতিযোগিতা আয়োজনের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। ইভেন্টের বিস্তারিত সবকিছু ২-১দিনের মধ্যে জানানো হবে।

ইভেন্ট সফল আয়োজনের জন্য কমিটি মেম্বারদের জন্য ৫০টাকা চাঁদা নেওয়ার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। চাঁদা আগামী ১২ মার্চের মধ্যে দেওয়ার জন্য বলা হচ্ছে। এছাড়া জেনারেল মেম্বারদের ৩০টাকা চাঁদা নেওয়ার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে, তবে জেনারেল মেম্বারদের জন্য চাঁদা দেওয়ার বিষয়টি সম্পূর্ণ ঐচ্ছিক।

কমিটি মেম্বার ও জেনারেল মেম্বারদের নিয়ে আগামী শুক্রবার ১২ই মার্চ বসা হবে আবারও। বোর্ড মেম্বারদের উপস্থিতিতে পুরো প্রোগ্রাম সফলের জন্য সার্বিক আলোচনা করা হবে। সেইসাথে আপনাদের ওপর ধার্যকৃত চাঁদাটিও নেওয়া যাবে। আপনারা চাইলে বিকাশেও পাঠাতে পারেন (০১৭১৭-৮৮৭৮৫২ সভাপতি নির্ণয় চৌধুরী। পাঠানোর পর গ্রুপে বা ইনবক্সে জানাবেন।

★ আগামী ২৬ মার্চ (সম্ভাব্য তারিখ) রংপুরে (সম্ভাব্য স্থান) অনুষ্ঠিতব্য কমিটি মেম্বার-বোর্ড মেম্বার ডিভিশনাল মিটআপ নিয়ে আলোচনা করা হয়। মিটআপের সম্ভাব্য ডেলিগেট ফি (৩৫০টাকা) ও সময়সীমা (সকাল ১০টা থেকে দুপুর ১টা) জানানো হয়। তবে জেনারেল মেম্বারদেরও সেখানে নিয়ে যাওয়ার ব্যাপারে ডিভিশনকে রাজি করানোর ব্যাপারে আশ্বাস প্রদান করা হয়।
ন্যাশনাল বোর্ড থেকে সকল সামগ্রী আসার পরপরই ‘সিএম ইনাগুরেশন’ করার ব্যাপারে সিদ্ধান্ত হয়। সেখানে যাতে জেনারেল মেম্বারদেরও অংশগ্রহণ থাকে সে ব্যাপারে আলোচনা করা হয়। ইনাগুরেশনের জন্য ডেলিগেট ফি নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া নিষ্ক্রিয় বোর্ড মেম্বার, কমিটি মেম্বার ও জেনারেল মেম্বারদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়।
কিভাবে সদস্য সংগ্রহ করা হবে এ ব্যাপারে কৌশল নির্ধারণ করা হয়। সবাই সদস্য সংগ্রহ করবেন তবে ভাইভার মাধ্যমে নতুন সদস্য সংযুক্ত করার সিদ্ধান্তকে পুনর্ব্য‌ক্ত করা হয়। আগামী ১২ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টায় অনলাইন মাধ্যম জুম এপে নতুন আগ্রহীদের ভাইভা গ্রহণের সিদ্ধান্ত হয়। আপনাদের মাধ্যমে যারা আসবেন তাদেরকে লিংক ও পাসওয়ার্ড পরে জানিয়ে দেওয়া হবে।

আর কোনো বিশেষ আলোচনা না থাকায় মাসিক সভা এখানেই সমাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *