Subscribe our Channel

পঞ্চগড় শালবাহান পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম এর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় তেতুলিয়া উপজেলা শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ এর বিরুদ্ধে নানান অনিয়মের অভিযোগ জানা গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, শালবাহান ইউনিয়ন পরিষদ কর্তৃক মরিচ এবং সুপারী কেনা-বেচায় অতিরিক্ত ট্যাক্স আদায় করায় ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম ও সচিব আমিনুল ইসলামকে কৈফৎ তলব করেছে তেতুলিয়া উপজেলা প্রশাসন। গত অর্থবছরে শুকনা মরিচ ব্যবসায়ীদের কাছ থেকে ইউনিয়ন ট্যাক্স বাবদ প্রতি ট্রাকে ২০০ টাকা আদায় করা হলেও নতুন সংশোধিত বাজেটে ট্রাক প্রতি ট্যাক্স নির্ধারণ না করে, ঢোপ প্রতি ৩০ টাকা করা হয়েছে এতে প্রতি ট্রাকে প্রায় ৬ হাজার টাকা ট্যাক্স আসবে বলছে অভিযোগ জানান ব্যবসায়ীরা, এর প্রতিবাদে ব্যবসায়ীরা মরিচ কেনাবেচা বন্ধ রাখে। এদিকে সুপারি ব্যবসায়ীদের কাছেও ট্রাক প্রতি ট্যাক্স নির্ধারণ না করে, বস্তা প্রতি ২০ টাকা ট্যাক্স নির্ধারণ করা হয়েছে। প্রশাসন কর্তৃক প্রেরিত চিঠিতে ৫ কার্যদিবসের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে অতিরিক্ত ট্যাক্স আদায়ের কারণ ব্যাখ্যা করার নির্দেশ দেয়েছেন । উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি স্বাক্ষরিত ঐ চিঠিতে অতিরিক্ত খাজনা আদায়ের বিষয়টি প্রমাণিত হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত বার্ষিক পর্যালোচনা করে দেখা যায় ইউনিয়ন পরিষদ কর্তৃক ধার্য্যকৃত ট্যাক্স পাথর বালি, ধান, গম, ভুট্টা, তিল, পাট, মরিচ, ছাগল, গরু, মহিষ, সুপারি, মুরগি, হকার ইত্যাদির ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ আদর্শ কর তফসিল যথাযথভাবে অনুসরণ পূর্বক নির্ধারণ করা হয়নি৷ অপরদিকে পাথর, বালু, গরু-মহিষ, ধান, গম, ভুট্টা, তিল,পাটের ক্ষেত্রে ট্রাক প্রতি ট্যাক্স ধার্য করা হলেও শুধু মাত্র মরিচ ও সুপারী ক্ষেত্রে বস্তা প্রতি ট্যাক্স ধার্য করা হয়েছে। আইন অনুযায়ী প্রনয়নকৃত বাজেটের ত্রুটি সমূহ সংশোধনের ৩০ দিন সময় হলেও নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার আগেই ট্যাক্স আরোপ করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *