
নিজস্ব প্রতিবেদক :
গত ২ নভেম্বর কথাসাহিত্যিক ও সাংবাদিক সালাম সালেহ উদদীনের জন্মদিন ছিল।১৯৬৫ সালের এই দিন তিনি ঢাকা জেলার দোহারে জন্মগ্রহণ করেন।কয়েক বছর ধরে তিনি কবিতা রচনায় নিয়োজিত থাকলেও অনেকদিন থেকেই লিখছেন গল্প-উপন্যাস-প্রবন্ধ ইত্যাদি। তাঁর সৃষ্টিকর্মের সকল গ্রন্থ নিয়ে একাধিক সমালোচনামূলক গ্রন্থও প্রকাশিত হয়েছে।ইতিমধ্যে তাঁর নিজের গ্রন্থের সংখ্যা প্রায় ১০০টির উপরে। তিনি শুধুমাত্র জনপ্রিয়তা পাবার জন্য লেখালেখি করেন নি।
সাথে তিনি পরিশ্রমী লেখক দলের অন্তর্ভুক্তও ছিলেন। লেখকের লেখনির ভেতর থেকে আন্তরিকতা থাকলে এবং সেখান থেকে জগৎ ও পরিবেশ সহ পাঠককে তা অনেক আনন্দিত করে। সালাম সালেহর লেখায় মনুষেত্ব্যের জীবনবোধ তৈরির প্রচেষ্টা অনেক আগে থেকেই লক্ষণীয় ছিল। তাঁর লেখনের মাঝে জীবন ও মানবিক দৃষ্টি আবিষ্কার বিষয়ক লক্ষনীয় ছিল। এই লেখক ২০১৩ সালে তাঁর বিভিন্ন সময়ের অনন্য ভাবনাগুলোকে এক মলাটে বন্দি করার চেষ্টা করেন।মানবজীবন রহস্যের সন্ধানের নিয়তে নাম দিয়েছেন ‘অমৃত কথা’।