সম্পাদকীয় :
ঝরে গেলো সাংবাদিক জগতের এক উজ্জ্বল নক্ষত্র সদা হাস্যজ্জ্বল এক সাদা মনের মানুষ জেড_আলম_(জাহাঙ্গীর আলম) ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
চুয়াডাঙ্গা জেলা থেকে প্রকাশিত একাধিক পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন জেড. আলম। সেই “দিন বদলের কাগজ” থেকে শুরু করে “দৈনিক খাস খবর, দৈনিক অন্য আলো, সাপ্তাহিক খোঁজখবর, প্রতিদিনের খাস খবর, বাংলার খাস খবর উল্লেখযোগ্য।
যাঁর মেধা ও মননশীলতা পুঁজি করে আজ আলো ছড়াচ্ছে এ জেলার গোটা সাংবাদিক সমাজ।আমাদের গনমাধ্যমের এই ভাইকে হারিয়ে আমরা সকলেই আজ বেদনা কাতর ।
মরহুম জাহাঙ্গীর আলম ভাই এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সকল গনমাধ্যমের হয়ে সমবেদনা জানেই ।
মহান সৃষ্টি কর্তা তাঁকে মাফ করুক, আল্লাহ্ তাঁকে বেহেশত দান করুন আমিন।