
রিপোটার মো: লাইসুর রহমান: ঠাকুরগাঁও জেলা পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ কলেজ বাজারের পশুর হাটে,কানায়_ কানায়_পরিপূর্ন_ মাঠ। পশু বেচা কেনা হচ্ছে জম জমাট। অথচ মাস্ক ছাড়া হাটে প্রবেশ নিষেধ সকল ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাগণ মাস্ক পড়া বাধ্যতা মূলক থাকা সত্যেও ব্যাবসায়ীদের মুখে কোনো মাস্ক নেই।