
মো : তানভীর রহমান, নিজস্ব প্রতিবেদক :
এ সময়ে নির্বাচন এলাকাতে ঢাকা-৫ আসনের উপনির্বাচনে আজ ১৭ অক্টোবর সকাল ৯টা হতে ভোটগ্রহণ চলছে।ভোটগ্রহণটি চলবে বিকেল ৫টা পর্যন্ত। ইভিএমের (ইলেকট্রনিক ভোটিং মেশিন) মাধ্যমে এই আসনে ভোটগ্রহণ চলছে।
আসনটির আর কে জি কলেজ কেন্দ্রের দুপুর ১:৩০ টার সময় দেখা যায়, এখানে ভোটগ্রহণ চলছে, তবে ভোটারের উপস্থিতি ছিল খুব কম।
সেখানকার কেন্দ্রের ভেতরে অনেকটাই নিরব পরিবেশ। ১ থেকে ২ জন করে ভোটার এসে তাদের স্বাধীন মতে ভোট দিয়ে চলে যাচ্ছেন। সেখানে ভোটের এজেন্টগন ভোটের নেই গল্প করে সময় কাটাচ্ছেন ।