
আন্তর্জাতিক প্রতিবেদক : দেশটিতে বছরের সময়ে আলোকিত ঝলমল করে কার্নিভ্যাল প্যারেডে উজ্জ্বল আকার ধারন করে ব্রাজিলের রিও ডি জেনিরো শহরটি। নানা ধররেন পোশাকের আয়োজনে সারা রাত চলে ঐতিহ্যবাহী এক সাম্বার নাচটিতে। মনের মতো নানা ধরনের এই আয়োজন দেখতে প্রতিবছরেই বিশ্বের বিভিন্ন স্থান হতে সমুদ্রপাড়ের সেই শহরটিতে হাজির হয় লাখো লাখো পর্যটকেরা। কষ্এটের কথা না বলল্বেই নয় এ সময়েেএই আনন্দময় সময়টুকু কেড়ে নিল মহামারি করোনাভাইরাস । দেশটির ব্রাজিলে সিমাহীন সংক্রমণের জন্য আগামী ফেব্রুয়ারী মাসে কার্নিভ্যাল প্যারেডটিকে স্থগিত করলেন সেখানকার আয়োজকরা।
দেশটির ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গত ২ সপ্তাহ ধরেই দেশটিতে দৈনিক গড় অনুযায়ী ৩০ হাজার নতুন রোগী শনাক্ত হয় মারা যাচ্ছে প্রায় ৭৩৫ জন।