
লাইফস্টাইল ডেক্স : ব্রণ হচ্ছে ত্বকের একটি যন্তনা মূললক একটি সমস্যা । আমাদের অনেকেরেই নিয়মহীনতা, মানসিক চাপ, অনিদ্রা, অপুষ্টি, বহু কারনে ব্রণ এর জন্য দায়ী। তবে ব্রণ থেকেই চুলকানি, দাগ এ সকল হবেই ।মুখে ব্রণের সমস্যার জন্য বেশি দায়ি ত্বকের তৈলাক্ত। এ সকল সমস্যার সমাধান বোল্ডস্কাই প্রকাশ বের করেছে ।
গাজর দিয়ে জুস ও সি সল্ট তৈরির নিয়ম :
* গাজরের রস ১ টেবিল চামচ
* সি সল্ট ১ চা চামচ
এবার ভালোভাবে মিশিয়ে নিবেন । কটন দিয়ে মুখের আক্রান্ত জায়গাতে মিশ্রিতটি লাগিয়ে নিবেন । কিছুসময় আস্তে আস্তে মুখটি মেসেজ করতে থাকুন । খেয়াল রাখবেন একেবারেই শুকিয়ে গেলেই পরবর্তীতে হালকা কুশুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলবেন । তবে এটি একদিন পর পর ব্যবহার করবেন ।