Subscribe our Channel

দেশটির কানাডাতে নতুন প্রজন্ম পালিত হচ্ছে  ‘ইয়ুথ কম্পোজার ডে’

প্রবাসের খবর :  এবার নতুন প্রজন্মের কাছে সারা বাংলার কৃষ্টি, ইতিহাস এমনকি ঐতিহ্যকে তুলে ধরতে  কালের সময়ে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশনে এর উদ্যোগে ব্যতিক্রমী একটি সৃজনশীল ইয়ুথ কম্পোজার ডে’ এর আয়োজন করা হয়েছে।

এ সময়ে প্রবাসী আমাদের বাঙালিদের ছেলে এবং মেয়েরা অংশগ্রহণ করলেন। এমনকি বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরি নতুন প্রজন্মের কাছে একটি বিভিন্ন সময়ে বাংলাদেশ কমিউনিটির তরুণদেরকে নিয়ে অনেক ধরনের আয়োজন করে আসছেন।

এ সময় মহামারি করোনার কারণে সামাজিক দূরত্বটি বজায় রেখে এক  আনন্দের মাধ্যমে  সেই নতুন প্রজন্মের সিফাত  এবং শারলিনের হাতে ইয়ুথ কম্পোজারের স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট তুলে দিলেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি মো. রশিদ রিপন।

এমনকি এই সময় উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক জয়ন্ত বসু , সহ-সভাপতি রীতা কর্মকার  এমনকি নতুন প্রজন্মের অভিভাবকরাও।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *