
স্টাফ রিপোর্টার: সাঈদ হোসেন চিকু। কুষ্টিয়া পৌর এলাকার ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও কুষ্টিয়া কোল্ডস্টোরেজ’র সভাপতি। বর্তমানে তার সবেচেয়ে বড় পরিচয় গরীব দুঃখী মানুেষর নেতা। এলাকায় কিছু সামাজিক সংগঠন খুলে বিভিন্ন সহায়তা দিয়ে যাচ্ছের গরীব মেহনতি মানুষকে।
অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাঁর স্বভাবসুলভ আচরণ হলেও সম্প্রতি করোনায় কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়ে বিপুল খাদ্য সহায়তা প্রদানের বিষয়টি ব্যাপক প্রসংশিত হন তিনি।
যখন থেকেই করোনা শুরু হয়েছে তখন থেকে সাহায্যের হাত নিয়ে দাঁড়িয়েছেন কুষ্টিয়ার গরীব দুঃখী মানুষের পাশে। মে মাসের শুরুতে ব্যক্তিগত উদ্যোগে ৮০ বস্তা চালসহ খাদ্য সামগ্রী অসহায় কর্মহীন মানুষের মাঝে বিতরণ করেন তিনি।
এরপর পবিত্র ঈদুল আজহায় প্রায় ১৭০টি পরিবারকে ঈদ উপহার দিয়ে এলাকায় মানুষের মনে জায়গা করে নেন এই আওয়ামী লীগের নেতা। ধারাবাহিকতা বজায় রেখে কুষ্টিয়ার চৌড়হাস পশ্চিমপাড়া আদর্শ সমাজ ও যুব উন্নয়ন পরিষদকে সাথে নিয়ে কুরবানীর মাংস বিতরণ করেন তিনি।
এসব কর্মকান্ডের ব্যাপারে জানতে চাওয়া হলে সাঈদ হোসেন চিকু ঢাকা নিউজ এক্সপ্রেসকে বলেন, কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান জননেতা আতাউর রহমান আতার অনুপ্রেরণায় আমি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সীমিত এই প্রয়াস চালিয়েছি। করোনার শুরু থেকেই চেষ্টা করছি মানুষের জন্য কিছু করার। এই সময়টাতেই আমাদের দেশের নিম্ন আয়ের মানুষ সবেচেয়ে বেশি সমস্যায় ভুগছে। এখনই তাদের পাশে দাাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব হয়ে পড়েছে।
সাঈদ হোসেন চিকু ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত।