বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দুই শিক্ষার্থীকে মারধরের ঘটনায় থানায় মামলা করা হয়েছে। এরইমধ্যে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।আহতদের একজন সাদমান শাহরিয়ার বাদী হয়ে মঙ্গলবার (২ জুলাই) সিলেটের জালালাবাদ থানায় মামলাটি করেন।বিশ্ববিদ্যালয়ে দায়িত্বপ্রাপ্ত সিলেটের জালালাবাদ থানার উপ-পরিদর্শক (এসআই) শারফিন মিয়া বিষয়টি নিশ্চিত করেনতিনি বলেন, পূর্ব শত্রুতার জেরে রোববার (৩০ জুন) ক্যাম্পাসের নিকটে নয়াবাজার এলাকায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মারধর করেন স্থানীয় কয়েকজন।
এ ঘটনায় আহত সাদমান শাহরিয়ার বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী বলেন, ভুক্তভোগী শিক্ষার্থী বাদী হয়ে থানায় মামলা করেছে। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেফতার করেছে।