মারুফ সরকার,স্টাফ রির্পোটার : সাম্প্রতিক সময়ে মোঃ শাহ আলম চৌকিদার,পিতা,সেকেন্দার আলী গ্রাম,মুগসাইর,পোস্ট দারোরা বাজার,থানা মুরাদনগর জেলা কুমিল্লা’র বিরুদ্ধে চুরি ও ছিনতাই জুয়ার বোর্ড বসিয়ে পাহারা দেওয়া সহ বেশ কিছু অভিযোগ উঠেছে। শাহ আলম পেশায় একজন গ্রাম্য পোহরি চৌকিদার।মাদকসেবন অবস্থায় দায়িত্ব পালন করেন বলে ও অভিযোগ করেন স্থানীয় লোকজন ।গ্রামবাসী অনেকে আরো অভিযোগ করেন শাহ আলম প্রায় সময় নেশাগ্রস্থ থাকেন নেশা করা অবস্থা দায়িত্ব পালন করা কালিন অনেকের বাসা বাড়ি থেকে মালামাল চুরি করে নিয়ে যান। তার বিরুদ্ধে বেশ কয়েকবার স্থানীয় এলাকাবাসী গণ-স্বাক্ষর সহ থানায় ও স্থানীয় বোর্ড অফিসে অভিযোগ করা হয়। স্থানীয় সাবেক চেয়ারম্যানের আবুল হাশেম বিচারিক আদালতে বিচার করলেও পরভর্তিতে আবার ও সক্রিয় হয়ে উঠেন চৌকিদার শাহ আলম। শাহ আলমের বিরুদ্ধে নিজে মাদকসেবন করা মাদক ব্যবসা করা ও মাদক কারবারীদের সাথে হাত রেখে এলাকায় মাদক ছড়িয়ে দেওয়া অভিযোগ করে স্থানীয় অনেকে।
প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে যায় এবং সে নিজেকে পুলিশের সোর্স হিসেবে ও দাবী করেন। বেশ কয়েকবার হাতেনাতে ধরার পরও তাকে জিজ্ঞাসা করিলে তিনি বলে থাকেন পুলিশের কাজের জন্য পাহারা দিয়ে থাকেন । তার বিষয়ে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন ঐ ধরনের কোনো বিষয়ে তাকে পারমিশন দেওয়া হয়নি।এই নিয়ে তার ব্যাপারে বিভিন্ন দপ্তরে অভিযোগ করার পর সাবেক চেয়ারম্যান আবুল হাসেম সাহেবের মাধ্যমে তাকে শাসানো এবং গ্রামবাসীর কাছে মাফ চাওয়া হয় অঙ্গীকার দিয়ে সে অঙ্গিকার রাখে নি শাহআলম চৌকিদার। সর্বপরি শাহআলম চৌকিদার কে দ্রুত অপ্রসারন করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন স্থানীয় ভুক্তভোগী এলাকাবাসী। এই বিষয়ে শাহ আলম প্রহরীর কাছে জানতে চাইলে তিনি বলেন এটা সম্পূন্ন মিথ্যা বানোয়াট ।