Subscribe our Channel

ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটে নবীন বরণ অনুষ্ঠান

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি  :  ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটে নব শিক্ষার্থীদের নবীন বরণ, অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে পলিটেকনিক চত্বরে অনুষ্ঠানের শুরুতেই নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় ।‌  পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রকৌ. মাকসুদুর রহমানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন চিফ ইন্সট্রাক্টর (টেক) আরএসি প্রকৌ. মুহাম্মদ নাছির উদ্দিন, অভিভাবক সহ নতুন-পুরাতন শিক্ষার্থীরা। বক্তারা এসময় নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার গুরুত্ব সবার মাঝে তুলে ধরেন।

এছাড়াও কলেজ, কলেজের ল্যাব সম্পর্কে নতুনদের অবহিত করেন। নতুন শিক্ষার্থীদের কোন প্রকার হয়রানীর শিকার হতে হবে না এ বিষয়টিও তুলে ধরেন কলেজের শিক্ষক গণ। অভিভাবকরা তাদের বক্তব্যে বলেন, তারা তাদের সন্তানকে এমন কলেজে দিতে পেরে গর্বিত। তবে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে শতভাগ উপস্থিতির বিষয়ে গুরুত্ব দেওয়া সহ শিক্ষকরা তাদের সন্তানকে শিক্ষিত করে গড়ে তুলবে এমন আশা ব্যক্ত করেন অভিভাবকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *