নিজস্ব প্রতিবেদক :জাতীয় নাক, কান ও গলা (ইএনটি) ইনস্টিটিউটে চিকিৎসক-কর্মচারীদের বিরুদ্ধে চিকিৎসাসেবা প্রদানে অবহেলাসহ নানা অনিয়ম দেখতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট।বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ভর্তি ও অপারেশনের সিডিউল প্রদানে অনিয়ম ও ঘুস দাবির অভিযোগের প্রেক্ষিতে দুদকের প্রধান কার্যালয়ের একটি দল এই অভিযান পরিচালনা করে।সেখানে দালালদের দৌরাত্ম্য ও ডাক্তার দেখানোর ক্ষেত্রে আনসার সদস্যদের দুর্নীতি ও অনিয়ম এনফোর্সমেন্ট টিম দেখতে পায়।
বিষয়টি নিয়ে এনফোর্সমেন্ট টিম হাসপাতালের পরিচালকের সঙ্গে আলোচনা করেন। পরিচালক দালালদের দৌরাত্ম্য দূর করা ও আনসার সদস্যদের অনিয়মের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে দুর্নীতি দমন কমিশনকে অবহিত করবেন মর্মে এনফোর্সমেন্ট টিমকে জানান।দুদক এনফোর্সমেচন্ট ইউনিট আজ ৬টি অভিযোগের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেছে। যার মধ্যে ৩টি অভিযান ও ৩টি দপ্তরে পত্র পাঠানো হয়েছে।