Subscribe our Channel

রাণীশংকৈলে কেন্দ্রীয় টাউন ক্লাব নির্বাচনে সভাপতি মোস্তাফিজুর সম্পাদক তারেক আজিজ

মাহাবুব আলম,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :   ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের কেন্দ্রীয় টাউন ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে বৃহস্পতিবার(২৭ জুলাই) অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে মোস্তাফিজুর রহমান মোস্তা (রিক্সা প্রতিক) ২৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তার নিকট তম প্রতিদ্বন্দ্বী শরিফুল ইসলাম (ছাতা প্রতিক) পেয়েছেন ১৪৯ ভোট। অপর দিকে সাধারণ সম্পাদক পদে তারেক আজিজ (ফুটবল প্রতিক) ৩৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম (দেওয়াল ঘড়ি প্রতিক) ৯৩ ভোট পেয়েছেন।

মোট ৪৬০ ভোটারের মধ্যে ৪৪৬ জন ভোটার ভোট দেন। ভোটগ্রহণে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *