
প্রতীকী ছবি :
জেলা প্রতিনিধি ময়মনসিংহ :
ময়মনসিংহে গলায় ফাঁস দিয়ে রিয়া কর (১৮) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর বাঘমারা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রিয়া কর নগরীর বাঘমারা এলাকার চিত্ত করের মেয়ে।অভিযোগ সূত্রে জানা গেছে, রিয়া কর তাদের পাশের একটি বাসা ভাড়া নিয়ে দুই মাস যাবৎ বুয়েটে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন।
কিন্তু মঙ্গলবার বিকেলে ফলাফল প্রকাশ হলে রিয়া অকৃতকার্য হন। ফলাফল প্রকাশের পর সন্ধ্যা ৬টার দিকে নিজ ঘরে দরজা বন্ধ করে দেন।পরে রিয়ার মা তাকে অনেক ডাকাডাকি করেন।
মেয়ের কোনো সাড়া না পেয়ে কান্নাকাটি শুরু করেন। পরে আশপাশের লোকজন এসে বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে রিয়াকে ফ্যানের সঙ্গে ঝুঁলন্ত অবস্থায় দেখতে পান।
তাকে দ্রুত নামিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।