
আল মামুন :
ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গী উপজেলা গোপন সংবাদের ভিওিতে ঠাকুরগাঁও ডিবি পুলিশ এস আই নবিউল ইসলাম নেতৃত্বে মাদক দ্রব্য অভিযান চলাকালীন ৮০ পিস ইয়াবা ট্যাবলট সহ মোঃসোহেল রানা(২৬) নামে মাদক ব্যবসায়ীকে আটক করেছে ।
ঠাকুরগাঁও ডিবি পুলিশ ১৫ আগস্ট রবিবার ডিবি ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান রাত ০৮ঃ৩০ ঘটিকায় বালিয়াডাঙ্গী থানা ০৮নং বড়বাড়ী ইউপি অন্তগর্ত বড়বাড়ী গ্রাম হতে বালিয়াডাঙ্গী বড়বাড়ী নিবাসি কালু মোহাম্মদের ছেলে মোঃসোহেল রানা (২৬) কে আটক করে তার শরীর তল্লাশি চালিয়ে ৮০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও ধৃতের ব্যবহত মোবাইল সেট সমেত গেপ্তার করা হয়।
আসামি বিরুদ্ধে ২০১৮ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) টেবিলেব ১০(ক) ধারায় মামলা দাযের করা হয়।
ডিবি পুলিশ জানান, সে দির্ঘদিন থেকে ইয়াবা বিক্রি করে আসছিল তার বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায অভিযোগ রযেছে।
ধৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য আইন মামলা দায়ের করা হয়।