
জয়ন্ত চন্দ্র রায়,বোচাগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধিঃ
জাতিরপিতা বঙ্গবন্ধু শেখমুজিবুররহমানের ৪৬ তমশাহাদাতবার্ষিকী ও জাতীয় শোকদিবসউপলক্ষে বোচাগঞ্জে চিত্রাঙ্কন প্রতিযোগিতারআয়োজনকরাহয়েছে। গুড নেইবারস্বাংলাদেশ বোচাগঞ্জসিডিপি এ প্রতিযোগিতারআয়োজনকরেন।
রবিবার (১৫ আগস্ট) দুপুরে গুড নেইবারস্বাংলাদেশ বোচাগঞ্জসিডিপিরকনফারেন্স হল রুমে এ প্রতিযোগিতায়উপস্থিত ছিলেন গুড নেইবারস্বাংরাদেশ বোচাগঞ্জসিডিপিরপ্রকল্পব্যবস্থাপকবিপুল রেমা, সিডিসিসদস্য মোঃনুরুলইসলাম, আদর্শ উচ্চ বিদ্যালয়েরসহকারিশিক্ষক দেবেন্দ্রনাথ রায়, গুড নেইবারস্বাংরাদেশ বোচাগঞ্জসিডিপিরসিনিয়রঅফিসার(প্রোগ্রাম) জনি বৈরাগী,আশাবালিকা স্কুলএরইনচার্জলিবিয়াসারমিনতালুকদার, ইন্টান(প্রোগ্রাম)আশিকুররহমান,বোচাগঞ্জউপজেলা প্রেসক্লাবেরযুগ্ম সাধারণসম্পাদক সুমন চন্দ্র প্রমুখ।
এ প্রতিযোগিতায়গুড নেইবারস্বাংলাদেশ বোচাগঞ্জসিডিপির স্পন্সরশিশু ও আশাবালিকা স্কুলেরশিক্ষার্থীরা অংশ গ্রহনকরেন। বার্তা প্রেরক জয়ন্ত চন্দ্র রায় বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি