
মোঃ তোতা মিয়া :
পঞ্চগড়ে মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত চলমান কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পড়া প্রধান মন্ত্রীর উপহার হিসেবে কুলি, বিউটি পার্লারের দরিদ্র শ্রমিক সদস্য ও অসহায় দরিদ্র, হিজড়া সম্প্রদায় , আইনজীবী সমিতির দরিদ্র কর্মচারী, মার্কাজের দিনদার দরিদ্র সাথীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (১৮ জুলাই) পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে। তিন শতাধিক শ্রমিককের মাঝে এই ত্রাণ সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক মোঃ জহিরুল ইসলাম।
এ সময় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও পঞ্চগড় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুল মান্নান, জেলা পরিষদ চেয়ারম্যান ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার সাদাত সম্রাট, , সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজি আল তারিক, উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন।
উপজেলা, মহিলা ভাইস চেয়ারম্যান, নিলুফার ইয়াসমিন, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম , জাতীয় কুলি শ্রমিক লীগের সভাপতি মোঃ মহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক, মামুনুর রশিদ, জাতীয় শ্রমিক লীগের নুরুজ্জামান সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।