
জয়ন্ত রায়, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ সেন্ট্রাল অক্সিজেন লাইন এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে সেন্ট্রাল অক্সিজেন লাইন এর শুভ উদ্বোধন করেন বোচাগঞ্জ এর কৃতি সন্তান জননেতা জনাব খালিদ মাহ্মুদ চৌধুরী, এমপি ও মাননীয় প্রতিমন্ত্রী, নৌপরিবহন মন্ত্রণালয়।
করোনার এই মহামারীতে মন্ত্রী মহোদয় বোচাগঞ্জ এর মানুষদের জন্য যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে। এর মাধ্যমে বোচাগঞ্জ এর চিকিৎসাসেবার মান অনেকাংশে বৃদ্ধি পাবে এবং বোচাগঞ্জে অক্সিজেনের সংকট দুর হবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব আবুল বাসার মোঃ সায়েদুজ্জামান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডাঃ আবু মোঃ জাকিরুল ইসলাম, পরিচালক (স্বাস্থ্য), রংপুর বিভাগ, রংপুর, জনাব ডাঃ আব্দুল কুদ্দুস , সিভিল সার্জন , দিনাজপুর, জনাব ছন্দা পাল , উপজেলা নির্বাহী কর্মকর্তা, বোচাগঞ্জ, দিনাজপুর, জনাব আবু সৈয়দ হোসেন, সভাপতি , বোচাগঞ্জ আওয়ামীলীগ, জনাব আফছার আলী, সাধারন সম্পাদক , বোচাগঞ্জ, আওয়ামীলীগ, মোঃ আসলাম, মেয়র, সেতাবগঞ্জ পৌরসভা, জনাব মোঃ জাফরুল্লাহ, চেয়ারম্যান ৩ নং মুশিদহাট ইউনিয়ন, অফিসার ইন চার্জ বোচাগঞ্জ, উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয়। আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, উপজেলার আওয়ামীলীগ , ছাত্রলীগ, যুবলীগ এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সুধিজন, বোচাগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক ও বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার সদস্য বৃন্দ ও স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সহ সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।