Subscribe our Channel

দায়িত্ব গ্রহণ করলেন সেতাবগঞ্জ পৌরসভার নব-নির্বাচিত মেয়র
মোঃ আসলাম জয়ন্ত রায়, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :
দায়িত্ব গ্রহণ করলেন সেতাবগঞ্জ পৌরসভার নব-নির্বাচিত মেয়র মোঃ আসলাম। মঙ্গলবার (১৩ জুলাই) সকালে সেতাবগঞ্জ পৌরসভা কার্যালয়ে সেতাবগঞ্জ পৌরসভার নব-নির্বাচিত মেয়র মোঃ আসলাম মেয়রের সব দায়িত্ব বুঝে নিয়েছেন।
এসময় সেতাবগঞ্জ পৌরসভাবাসী, আওয়ামীলীগের নেতৃবৃন্দ, পৌরসভার স্টাফ, সাংবাদিক, ব্যবসায়ীসহ সকল পেশা জীবি ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ নব-নির্বাচিত মেয়র মোঃ আসলামকে ফুলের শুভেচ্ছা জানান।
অপর দিকে তাকে বিপুল ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত করায় সেতাবগঞ্জ পৌরসভাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি সততার সাথে পৌরসভার দায়িত্ব পালনে সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেছেন নব-নির্বাচিত মেয়র মোঃ আসলাম।
উল্লেখ্য যে, মোঃ আসলাম গতকাল (১২ জুলাই) সোমবার রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন। ক্যাপশনঃ মঙ্গলবার (১৩ জুলাই) সেতাবগঞ্জ পৌরসভা কার্যালয়ে নব-নির্বাচিত মেয়র মোঃ আসলামকে ফুলের শুভেচ্ছা জানান বোচাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ। ছবি-প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *