Subscribe our Channel

বেসরকারি উদ্যোগে পালিত সাভার উপজেলার সবচেয়ে বড় গরু: “সাধু”

গোলাম সারওয়ার সজলঃ

 

 

গরুটির উচ্চতা ৬ ফুট এবং দৈর্ঘ্য ১০ ফুটের বেশি, গরুটির ওজন ১৪৫০ কেজি। গরুর মালিকে নাম মোঃ কামাল দেওয়ান।গরুটি আসন্ন কুরবানী উপলক্ষে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন কামাল দেওয়ান, তিনি গরুটির দাম চেয়েছেন ১৫ লাখ টাকা।

 

 

অবশ্য আলোচনা সাপেক্ষ কিছু কম বেশি করে বিক্রি করার কথা জানিয়ে আগ্রহীদের আমন্ত্রণ করেছেন।

 

ঠিকানা: মোঃ কামাল দেওয়ানের বাড়ি, দেওয়ান ইদ্রিস “ল” কলেজ রোড, (জিরাব বাসস্ট্যান্ডের ২০০ গজ পূর্ব দিকে) জিরাবো, আশুলিয়া, সাভার ঢাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *