
মোঃ তোতা মিয়া :
পঞ্চগড়ে কোভিড ১৯ নিয়ন্ত্রণে চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া, সেলুন শ্রমিক লীগের, মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে, জাতীয় শ্রমিক লীগ পঞ্চগড় জেলা শাখা। পঞ্চগড় জেলা পরিষদের উদ্যোগে জাতীয় শ্রমিক লীগের সহযোগিতায় মঙ্গলবার ( ৬ জুলাই ) দুপুর ২ টায় জেলা পরিষদ প্রাঙ্গণে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ।
এ সময় উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের, সাধারণ সম্পাদক, ও জেলা পরিষদের চেয়ারম্যান, আলহাজ্ব মোঃ আনোয়ার সাদাত সম্রাট। আরো উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের, পঞ্চগড় জেলা শাখার আহ্বায়ক, শাহীন রেজা মিয়া। সদস্য সচিব, মোঃ নুরুজ্জামান।
সেলুন শ্রমিক লীগের, সভাপতি, ধীরেন্দ্র মোহন বিশ্বাস। সাধারণ সম্পাদক, দীনেশ চন্দ্র শর্মা সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রীর প্যাকেটে ছিল, (চাল, ডাল ,চিনি,লবন, তেল, আলু)। জেলা পরিষদের চেয়ারম্যান, আলহাজ্ব মোঃ আনোয়ার সাদাত সম্রাট, তিনি বলেন, দেশ এখন একটা মহামারি সময় পার করছে।
এর মধ্যে আমাদের পঞ্চগড় জেলায় দরিদ্রতার হার বেশি। আমি জাতীয় শ্রমিক লীগকে অসংখ্য ধন্যবাদ জানাই, এই করোনাকালীন সংকটময় মুহূর্তে তারা ত্রাণ বিতরণের অংশ হিসেবে পঞ্চগড়ে সেলুন শ্রমিক লীগের মাঝে খাদ্য সহায়তা করেছেন।
সদস্য সচিব নুরুজ্জামান বলেন, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি মানুষের পাশে দাড়ানোর, তাদের মুখের হাসি ফোটানোর ।