
মোঃ তোতা মিয়া
পঞ্চগড়ে সরকার ঘোষিত সপ্তহব্যাপী লকডাউনের প্রথম দিন থেকেই পঞ্চগড় উপজেলার বিভিন্ন সড়কসহ হাট-বাজারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফ হোসেন এর নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, এর নেতৃত্বে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন।
টহল জোরদার করতে সঙ্গে আছেন বিজিবি ও পুলিশ। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে পুলিশ চেকপোষ্ট।প্রয়োজন ব্যতীত বাহিরে অবস্থান করলেই নেয়া হচ্ছে আইনি ব্যবস্থ।জনসমাগম নিয়ন্ত্রণ এবং আইন বহির্ভূত যান চালাচল ঠেকাতে কঠোর অবস্থানে পুলিশ।
দেখাগেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ হোসেন জানান, স্বাস্থ্য বিধি না মানার কারনে লকডাউনের শুরু থেকে এ পর্যন্ত মোবাইল কোর্টের মাধ্যমে একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। অভিযান চলমান থাকবে জানিয়ে তিনি সকলকে সরকারি নির্দেশনা মেনে চলার আহব্বান জানান।