Subscribe our Channel

মুহঃ ইকরামুল হকের ৭ম মৃত্যু বার্ষিকী

পীরগঞ্জ নিউজ ডেক্স :

 

 

মুহঃ ইকরামুল হক ” বাংলাদেশের হাতে লেখা সংবিধানে স্বাক্ষরকারী, সংবিধান অনুমোদন সভার অন্যতম সদস্য, ৭০ এর নির্বাচনে জয়ী, তদানীন্তন ‘দিনাজপুর – ৪ ‘ (পীরগঞ্জ -রাণীশংকৈল -হরিপুর) আসনের আওয়ামীলীগের নৌকা মার্কার ‘প্রাদেশিক পরিষদ সদস্য ‘ পরবর্তীকালে স্বাধীন বাংলাদেশের ‘গণপরিষদ সদস্য ‘ ।

 

 

আজ (৩ জুলাই) তার “৭ম মৃত্যু বার্ষিকী “বাঙ্গালী সন্তান হিসেবে প্রত্যেক নামাজে তাঁর জন্য দুয়া করি মহান রাবব্বুল আলামীন যেন তাকে বেহেশত দান করেন । “রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানী সাগিরা “। তার এই মৃত্যুর দিনটিতে গভীর ভাবে বেদনাকাতর এবং সেই সাথে শ্রদ্ধা জানিয়েছেন পীরগঞ্জ নিউজ এক্সপ্রেস এর সম্পাদক / প্রকাশক ও পীরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি   মো. মুজিবুর রহমান   সেই সাথে  সকলের কাছে মুহঃ ইকরামুল হকের জন্য দুয়া করার অনুরোধ করেছেন  ।

অনুরোধে : পীরগঞ্জ নিউজ এক্সপ্রেস ও পীরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সকল সংবাদ কর্মীবৃন্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *