
শরীয়তপুর জেলা প্রতিবেদক :
শরীয়তপুর থেকে জাজিরা নামক এলাকা থেকে জুয়ার খেলতে দেখে পুলিশ ৮ জনকে আটক করেছেন । এসময় তাদের কাছ থেকে ৪ হাজার ৫৯ ৫ টাকা সেই সাথে ৫ টি সেট তাস সহ জুয়ার আসর থেকে সরঞ্জাম জব্দ করলেন পুলিশ ।
১ জুলাই গভীর রাতে নাওডোবা নামক ইউনিয়নটির লতিফ ফকির কান্দি এলাকাটিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় । আজ ২ জুলাই বিকেলে জেলা পুলিশ একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত তথ্যটি নিশ্চিত করেন ।
উক্ত গ্রেফতাররা হচ্ছে – আব্দুল ঢালী, জুলহাস মুন্সি, মেহেদী বেপারী, বাকের মোল্লা, আবুল কাশেম খলিফা, মো. আয়নাল হক সিকদার, আলম ফকির, এবং হাবিব ঢালী।
এসময় জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান পীরগঞ্জ নিউজ এক্সপ্রেসকে বলেন, আমরা গোপন সংবাদ এর ভিত্তিতে লতিফ ফকির কান্দি নামক এলাকাটিতে অভিযান চালিয়ে ৮ জন জুয়াড়িকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি ।
সেই সাথে তাদের নামে মামলা দিয়ে আদালতে প্রেরন করা হয়েছে ।