Subscribe our Channel

রাণীশংকৈলে ভারত থেকে আসা মৃত নীলগাই উদ্ধার

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :

 

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ১ নং ধর্মগড় ইউনিয়নের মুক্তার বস্তি নামক একটি গ্রাম থেকে একটি মৃত নীলগাই উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (২ জুলাই)দুপুরে স্থানীয়রা নীলগাই টি কে ধরার চেষ্টা কালে ছোটোছুটি করে কিন্তু এক সময় ঘরের জানালার ভিতর দিয়ে লাফ দিলে সেখানেই পড়ে গিয়েই মারা যায় নীলগাই টি।

 

 

 

মুক্তার বস্তির সাজু নামের একব্যক্তি জানান, নীলগাইটি কয়েক দিন ধরেই এলাকায় ঘোরাঘুরি করছিল। আজ হঠাৎ করেই দুপুর ১২টার দিকে মুক্তার বস্তির আশপাশে কয়েক জন মানুষ দেখার পর নীলগাই টিকে ধরার জন্য ধাওয়া করে।পরে স্থানীয় ব্যক্তিরা ধরার চেষ্টা করলে পশুটি ছোটাছুটি করতে থাকে।

 

 

 

 

ছুটাছুটির এক সময় মুক্তার বস্তি গ্রামের নছির উদ্দিনের ছেলে হামিদুর রহমানের নির্মাণধীন বিল্ডিংয়ের ঘরের জানালা দিয়ে বাহিরে লাফ দিতেই পাশের একটি খুটির উপর পরে যায়। এবং চরম ভাবে আঘাত পেলে নীলগাইটি সেখানেই অচেতন হয়ে পড়ে।পরে স্থানীয় পশু চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিলেও সেটিকে বাঁচানো সম্ভব হয়নি, এবং ঘটনাস্থলেই নীলগাইটি মারা যায়।খবর পেয়ে সেখানে উপজেলা বন র্কমকার্তা শাহাজান আলী ও জগদল ক্যাম্পের কম্পানি কমান্ডার এনামুলের উপস্থিতিতে সেটি কে দাফন করে দেওয়া হয়।

 

 

 

এব্যাপারে উপজেলা সহকারী ভুমি কমিশনার ও নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রীতম সাহা ঘটনাস্থলে পরিদর্শন করেন। তিনি মুঠোফোনে এ প্রতিনিধিকে বলেন, `নীলগাইটি ভারত থেকে নাগর নদী পার হয়ে বাংলাদেশে চলে এসেছে এবং খুব ক্লান্ত হয়ে যাওয়াই আতঙ্কে স্ট্রোক করে মারা গেছে। আমরা উপজেলা প্রাণিসম্পদ ও বন বিভাগের সঙ্গে কথা বলে নীলগাই টিকে দাফন করে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *