
নাজমুল হোসেন নিজস্ব প্রতিবেদক :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পৌর শহরের বন্দরস্থ যায়যায় দিন প্রতিনিধি কার্যালয়ে বুধবার দুপুরে কেক কেটে জাতীয় দৈনিক যায়যায় দিন পত্রিকার ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
এসময় শারীরিক দূরত্ব বজায় রেখে স্বল্প পরিসরে যায়যায় দিন পত্রিকার ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব পালিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকীতে যায়যায় দিন প্রতিনিধি জিয়াউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্যে পৌর মেয়র মোস্তাফিজুর রহমান বলেন, অনেক চড়াই উৎরাই পেরিয়ে, হাটিহাটি পা,পা করে যায়যায় দিন পত্রিকা ১৫ তম বছর পেরিয়ে আজ ১৬ তম বছরে পর্দাপণ করলো ।
দেশের সবকটি পত্রিকার সাথে তাল মিলিয়ে পত্রিকাটি পাঠক নন্দিত হয়ে উঠেছে। পত্রিকাটির জন্ম দিনে পাঠক,লেখক,প্রতিনিধি ও যায়যায় দিনের পরিবারের প্রতি মেয়র অভিনন্দন জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি ফারুক আহম্মেদ সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর রুহুল আমিন,প্রেস ক্লাব সাবেক সভাপতি মোবারক আলী, সাবেক সম্পাদক মোঃ বিপ্লব, ভোরের ডাক প্রতিনিধি বিজয় রায়, আল আমানা ইসলামিক একাডেমি পরিচালক মৌঃ মাসুদ আলম, সাংবাদিক নাজমুল হোসেন, আর্ট স্কুলের পরিচালক মনির হোসেন টিপু, যায়যায় দিন ফেন্ডস ফোরামের সভাপতি তারেক রহমান ।