Subscribe our Channel

৩ বছর না যেতেই স্বাস্থ্য কমপ্লেক্সেটির নতুন ভবনটি ফাটল দেখে আতঙ্ক

মৌলভীবাজার জেলা  প্রতিবেদক :

 

আনুমানিক ৩ লাখের মতো মানুষ এর  একমাত্র ভরসা  মৌলভীবাজার এর  কমলগঞ্জ  উপজেলা  স্বাস্থ্য  কমপ্লেক্সটি । এটি  ২০১৮ ইং  ৩১ শয্যা থেকে  ৫০ শয্যায়  উন্নীত  হয়  হাসপাতালটি । তবে   কমপ্লেক্সেটি  নতুন  তিন  তলা  ভবন নির্মাণের  তিন  বছর এর  মাথার দিকে  দ্বিতীয়  এবং  তৃতীয়  তলার   আনুমানিক   শতাধিক  স্থানে ফেটে যায় ।

 

 

এতে করে  আতঙ্কে  আছেন  ডাক্তার,  নার্স  আগত রোগীরা। কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্স  সূত্রে জানা  যায়, কমপ্লেক্সটি  ৫০ বছর  পর  ২০১৮ সালে  ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত হয়।  ৮ কোটি  ৩২  লাখ ৬  হাজার ৭০১  টাকা ব্যয়ে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  নির্মিত তিন তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ২০১৫ ইং সালের ২ মে। ভবনটির  ভিত্তি  প্রস্তর  স্থাপন  করেছিলেন  সাবেক  চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।দেড় বছরে কমলগঞ্জ  উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সকে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ ও সংস্কার কাজটি বাস্তবায়ন করে ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স  পোদ্দার  এন্টারপ্রাইজ  অ্যান্ড এসসি। কাজ সমাপ্তের পর ২০১৮ সালের ১০ মার্চ ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধন করেছিলেন তৎকালীন  স্বাস্থ্যমন্ত্রী  মোহাম্মদ  নাসিম।

 

 

 

 

 

এছাড়া  পুরাতন  ভবনে   ৮০ লাখ টাকা ব্যয়ে সংস্কার কাজ বাস্তবায়ন করে একই ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ব্যাপারে মৌলভীবাজারের স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বিষয়টি অবগত হয়েছেন জানিয়ে বলেন, ‘সরেজমিন তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

 

ভবন উদ্বোধনকালে স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী (বর্তমানে সিলেট স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী) শফিকুর রহমান জানান, নতুন ভবনের কাজটি যখন শুরু হয় তখন তিনি ছিলেন না।

 

 

 

উদ্বোধনের দুমাস পূর্বে তিনি দায়িত্ব নিয়েছিলেন।

 

 

ভিম ও কলামে ফাটলের কথা  নয়। এরপরও  মৌলভী বাজার স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের  কর্মকর্তারা বিষয়টি  সরেজমিনে  তদন্ত  করলে ফাটলের প্রকৃত কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *