
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিনিধি :
জেলায় চলমান লকডাউনে সরকারি আইন অমান্য করে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল(২৭ জুন)রবিবার দুপুরে নেকমরদ বাজারে দোকান খোলা রাখায় ৭টি বিভিন্ন ধরনের দোনাক মালিক কে ১০ হাজার ৫শত টাকা মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করেছেন সহকারী ভুমি কমিশনার ও ভারপ্রাপ্ত (নির্বাহী কর্মকর্তা) প্রীতম সাহা।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা রাণীশংকৈল থানা পুলিশের সহায়তায় সাপ্তাহিক রবিবার বড় হাটের দিন সরকারের লকডাউনের আইন অমান্য করে নেকমরদ বাজারে দোকান খোলা রাখে দোকান মালিক গণ। এ সময় অভিজান পরিচালনা করে তাদের কে বিভিন্ন ভাবে অর্থ জরিমানা করে সর্তক করে দেন।
এবং বলেন যত দিন লকডাউন চলমান থাকবে ততদিন আপনারা দোকান বন্ধ রেখে সরকার কে সহযোগিতা করবেন এই করোনা ভাইরাস নামক অদৃশ্য মহামারী থেকে বাঁচার জন্য।
এবিষয়ে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা বলেন আমরা এই অভিজান রাত প্রযন্ত পরিচালনা করবো।
এই অভিজান লকডাউন যতদিন থাকবে ততদিন অব্যাহত রাখা হবে।