Subscribe our Channel

তরুন সাংবাদিক আল ফয়সাল অনিক এর জন্মদিন আজ

পীরগঞ্জ নিউজ ডেক্স :

দৈনিক দাবানল পত্রিকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ও পাঠক প্রিয় অনলাইন নিউজ পোর্টাল পীরগঞ্জ নিউজ এক্সপ্রেস ডটকমের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি আল ফয়সাল অনিক এর শুভ জম্মদিন আজ। আজকের এই দিনে ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানাধীন রুহিয়া ইউনিয়নের একটি মুসলিম সম্ভান্ত্র পরিবারে জম্মগ্রহন করেন তিনি।

 

 

আল ফয়সাল অনিক সাংবাদিকতার শুরুটা করেন ২০১৬ সালে। ছাত্র জীবন থেকেই বিভিন্ন পত্রিকায় লেখা লেখির সাথে সম্পৃক্ত ছিলেন তিনি। আর সেই থেকেই সাংবাদিকতার হাতেখড়ি শিখেছেন সাংবাদিক জাহাঙ্গীর আলমের কাছে।

 

 

পরবর্তীতে তরুন এই কলমযোদ্ধা জাতীয় সাপ্তাহিক অভিযোগ, দৈনিক আমার প্রাণের বাংলাদেশ,দৈনিক বাংলার ডাক, স্বদেশ প্রতিদিন, দৈনিক সবুজ নিশান, দৈনিক গণমানুষের আওয়াজ, দৈনিক জবাবদিহি ও দৈনিক দাবানল, পীরগঞ্জ নিউজ এক্সপ্রেস পত্রিকায় দীর্ঘদিন সুনামের সাথে কাজ করেছেন।

 

সাহসীকতার সাথে জনগণের কথা তুলে ধরেছেন বিভিন্ন সময় তার লেখার মধ্য দিয়ে। বর্তমান সময়ে সাংবাদিকতায় রুহিয়ার কয়েকজন তরুন সাংবাদিকের মধ্যে আল ফয়সাল অনিক নামটি বেশ পরিচিত ও অন্যতম।

 

 

তরুণ এই সাংবাদিক খুব অল্প সময়ের তার লেখনীর মধ্য দিয়ে মানুষের মন জয় করে “রুহিয়া থানা অনলাইন প্রেসক্লাবের” সাধারণ সম্পাদক, “রুহিয়া থানা প্রেসক্লাবের” যুগ্ম আহ্বায়ক পদে সুনামের সাথে দায়িত্ব পালন করে এসেছেন।

 

 

সাংবাদিক আল ফয়সাল অনিক প্রাথমিক পাস করেন মুজামন্ডল হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। তারপর এসএসসি পাস করেন আসান নগর আর্দশ উচ্চ বিদ্যালয় থেকে। এরপর তিনি রুহিয়া ডিগ্রি কলেজে থেকে এইচএসসি ও স্নাতক পাস করেন। সাংবাদিক আল ফয়সাল অনিক এর শুভ জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক, রাজনৈতিক,সাংস্কৃতিক, প্রশাসনিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা ।

 

 

সেই সাথে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে পাঠক প্রিয়  অনলাইন নিউজ পোর্টাল পীরগঞ্জ নিউজ এক্সপ্রেস ডটকমের সম্পাদক মো: মুজিবুর রহমান  বলেন, আমরা সাংবাদিক আল ফয়সাল অনিক এর সুস্থতা ও আগামী সুন্দর দিনের কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *