
কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
২৪ জুন ২০২১ নওগাঁর মহাদেবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট গুরুতর অসুস্থ। তিনি বর্তমান বগুড়া টি এম এস এস হাসপাতালের ১৬ তলায় ১৬১৯ নাম্বার কেবিনে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
তিনি বেশ কয়েকদিন থেকে সর্দি কাশি জ্বরে ভুগছিলেন। গত সোমবার তাকে ওই হাসপাতালে ভর্তি করানো হয়। তাকে দেখতে ২৪ জুন বিকেলে ছুটে যান মহাদেবপুর উপজেলা যুবদলের আহব্বায়ক কমিটির ১ নং সদস্য কাজী সামছুজ্জোহা মিলন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মাস্টার হাফিজুর রহমান জিল্লুর।
সেখানে পৌঁছালে বুলেটের স্ত্রী রেজিনা হায়দার তার শারীরিক অবস্থার বর্ণনা করেন। এসময় তিনি মহাদেবপুর ও উপজেলাবাসীর দোয়া কামনা করেন।
তিনি বলেন আল্লাহ পাক যেন তাকে দ্রুত সুস্থতা দান করে নেতাকর্মীদের মাঝে ফিরে যাবার তৌফিক দান করেন। উপস্থিত নেতারা সেখানে বেশ কিছু সময় কাটান ও তাদের প্রিয় নেতার শারীরিক খোঁজ খবর নেন।