
মোঃ নূর ইসলাম নয়ন, দিনাজপুর :
অভিযোগ সূত্রে প্রকাশ, পূর্ব শত্রুতার জের ধরে দিনাজপুর শহরোস্থ রামনগরের জামাইপাড়া মোড় এলাকায় গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে সাকিবের স্ত্রী মনোয়ারা বেগমকে একা পেয়ে অত্র এলাকার মামুন, মোঃ মামুনের স্ত্রী রেশমী, শমসেরের কন্যা মোছাঃ সাম্মা মনোয়ারের বাড়ির গেট ভেঙ্গে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
সাকিবের স্ত্রী মনোয়ারা প্রতিবাদ করলে উক্ত বিবাদীরা মনোয়ারাকে চুলের মুঠি ধরে এলোপাথারি মারধর করে এবং তাকে হত্যার উদ্দেশ্যে রেশমী শ্বাসরোধ করার চেষ্টা চালায়।
এই সুযোগে বিবাদী মামুন সাকিবের স্ত্রীকে বিবস্ত্র করে শ্লীলতাহানি ঘটায়। মনোয়ারের চিৎকারে আশেপাশের মানুষজন এগিয়ে আসলে বিবাদীরা তাকে মারধর করে ৫ হাজার টাকা লুট করে পালিয়ে যায়।
বর্তমানে মনোয়ারা এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ ব্যাপারে দিনাজপুর কোতয়ালী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।