
পীরগঞ্জ নিউজ ডেক্স :
ঠাকুরগাঁওয়ে করোনা ভাইরাস বেড়ে যাওয়ায় জেলা প্রশাসক ৭ দিনের লকডাউন ঘোষণা করেছেন গতকাল বুধবার জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এরই ধারাবাহিকতায় পীরগঞ্জ উপজেলায় চলছে ১ম দিনের মত লকডাউন, আর এ লকডাউনে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর তৎপরতা লক্ষ্য করা গেছে।
বৃহস্পতিবার( ২৪ জুন) দুপুরে উপজেলার পৌর বিভিন্ন এলাকায় পীরগঞ্জ থানা পুলিশের বেশ কয়েকটি টিম সহ আনছার বাহীনির সদস্যদের ও দেখা গেছে। এসময় উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, সহকারী কমিশনার ভূমি (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তরিকুল ইসলাম, সার্কেল এএসপি আহসান হাবীব, পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমারের সহযোগিতায় মাস্ক বিহীন মানুষদের জরিমানা ও অবৈধভাবে খোলা বিভিন্ন দোকানদার গুলোকে উদ্দেশ্য করে এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতা মূলক বক্তব্য দিয়ে জনসাধারণকে অজথা ঘুরা ঘুরি না করে ঘরে ফেরার আহ্বান করেন ।