
মোঃ তোতা মিয়া ব্যুরো প্রধান :
পঞ্চগড় হাড়িভাসা ইউনিয়নের বেস কয়েকটি গ্রাম ঘুরে দেখাগেছে এবার মৌসুমি ফল লটকনের খুব ভালো ফলন হয়েছে। লটকন গাছের গোড়া থাকে শুরু করে পাতায় পাতায় শুধুই লটকন। দেখে মনে হয় এযেন এলাহী ব্যাপার, লটকন বাগানের মালিক মোঃ সিরাজ মিয়া, বলেন প্রতি বছর এভাবেই গাছে লটকন ফলে। পাইকার এসে বাগান থেকেই লটকন কিনে নিয়ে যায়।
বছরে আমি প্রায় ১ লক্ষ্য টাকার বেশি লটকন বিক্রি করি। তবে এবার আশা করি আরো বেশি লটকন বিক্রি হবে।কেননা এবার লটকন এর চাহিদার বেড়ে গেছে। এদিকে পঞ্চগড় কদম তলা ফল বাজারের ব্যাবসায়ী মোঃ সুবেল জানান প্রথম পর্যায়ে লটকন এর কেজি বাজারে ১ শ টাকা দরে বিক্রি হয়েছে।
এখন একটু কমেছে তবে চাহিদা অনুযায়ী লটকন পাওয়া যাচ্ছে না। তাই এবার একটু দাম বেশি। এবিসয়ে পঞ্চগড় কৃষিবিদ মোঃ মিজানুর রহমান, জানান পঞ্চগড়ে অন্যান্য জেলার চায়ে লটকন বাগান কম, তবে লটকন বাগান কেউ করতে চাইলে আমাদের পরামর্শ অবশ্যই অব্যাহত থাকবে।