Subscribe our Channel

সোহাগ সিকদার সাংবাদিক নাম দিয়ে চালাচ্ছে প্রতারণা ও গড়ে তুলেছে চাঁদাবাজির ভিন্ন কৌশল

 নিজস্ব প্রতিবেদকঃ

 

মোঃসোহাগ সিকদার, দৈনিক মাতৃজগত পত্রিকার বরিশাল বিভাগীয় ব্যুরো প্রধান কে, বিভিন্ন রকমের অনৈতিক কার্যক্রম এর সাথে জড়িত থাকায়।, মাতৃজগত পরিবার থেকে তাকে বহিষ্কার করা হলো। সোহাগ সিকদার কিছুদিন আগে দৈনিক বর্তমান কথা পত্রিকার পটুয়াখালী জেলা প্রতিনিধি ছিলো।

 

 

বিভিন্ন অনৈতিক কার্যক্রম এর সাথে জড়িত থাকায় সেখান থেকে তাকে বহিস্কার করে দেয়। বাংলাদেশ সংবাদপত্র ও সাংবাদিক ক্লাবের পটুয়াখালী জেলা শাখার সভাপতি ছিলো। বিভিন্ন মানুষের কাছ থেকে চাঁদা তোলায় তাকে সেখান থেকে ও বহিষ্কার করা হয়েছে। প্রশাসন ও সাংবাদিক দের দৃষ্টি আকর্ষন করছি।

 

 

মোঃ সোহাগ সিকদার বিভিন্ন মানুষের কাছ থেকে চাঁদা তোলায় দৈনিক মাতৃজগত পত্রিকা থেকে বহিষ্কার করা হয়েছে, তিনি যদি কোথাও দৈনিক মাতৃজগত পত্রিকার পরিচয় দিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিভিন্ন মানুষের কাজ থেকে তিনি পত্রিকার আইডি কার্ড দেওয়ার কথা বলে, হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। সাধারণ মানুষের কাছ থেকে মোঃসোহাগ সিকদার নামে এক প্রতারক প্রশাসন ও সাংবাদিক দের দৃষ্টি আকর্ষন করছি? সাংবাদিক নামে চালাচ্ছে প্রতারণা এই সব থেকে সাবধান।

 

টাকার বিনিময় বিভিন্ন প্রতিষ্ঠান নাম বলে চালাছে প্রতারণা।

 

 

বিভিন্ন এলাকা থেকে চাঁদাবাজি করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। কারো জায়গা জমিন এর শালিশি করে থেকে চাঁদাবাজি করে টাকা নিয়ে আসে। তার এই মিষ্টি কথায় পটুয়াখালীর শিক্ষিত বেকার যুবক দের থেকে শুরু করে বিভিন্ন সংবাদ কর্মীরাও প্রতারিত হয়েছে।

 

কারও থেকে নিয়েছে ১০০০, কারও থেকে ১৫০০, ১২০০, ১০২০, ২০০০, ৩০০০, ৫০০০,২০০০০, করে এমন ব্যাপক টাকা। এবিষয়ে একাধিক ভুক্তভোগী জানান, বেকার থাকায়, অশিক্ষিত মোঃ সোহাগ সিকদার এর কথায় রাজি হয়ে টাকা দিয়েছি। ভাবছিলাম সাংবাদিকতার মতো একটি মহৎ পেশায় থেকে দেশের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো।

 

এবং টাকার সমস্যাটাও সমাধান হবে। কেউ বলে করোনাকালীন সময়ে কষ্ট করে টাকা দিয়েছি, যাতে বেকার থাকতে না হয়। তবে তখন বুঝতে পারিনি সে এতবড় প্রতারক। আমরা এর বিচার চাই।

 

প্রশাসনের মাধ্যমে প্রতারক মোঃ সোহাগ সিকদার এই প্রতারকের শাস্তির দাবি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *