
জয়ন্ত চন্দ্র রায়,বোচাগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি :
“মুজিববর্ষের আহ্বান, শিশু শ্রমের অবসান” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের বোচাগঞ্জে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালন করা হয়েছে।
রবিবার (১৩ জুন) বিকালে গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ সিডিপির আয়োজনে সিডিপির অফিস কার্যালয়ে বিশ^ শিশু শ্রম প্রতিরোধ দিবস পালন করা হয়। গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ সিডিপির প্রকল্প ম্যানেজার বিপুল রেমার সভাপতিত্বে এবং ইন্টান (প্রোগ্রাম) মোঃ আশিকুর রহমান এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং নাফানগর ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ পারভেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাতাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসনা হেনা, গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ সিডিপির সিনিয়র অফিসার (প্রোগ্রাম) জনি বৈরাগী, মেডিকেল অফিসার শাহ আসিফ রাকিব মাহমুদ, সিনিয়র অফিসার এডমিন লরেন্স ঢালী প্রমুখ।