
নিজস্ব প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পারিবারিক অশান্তির জের ধরে ভাইকে হত্যার উদ্দেশ্যের ঘটনায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে শনিবার (১২ জুন) বেলা সাড়ে ১ টায় পীরগঞ্জ প্রেসক্লাবে ভুক্তভুগি পরিবারের সদস্যরা এ সংবাদ সম্মেলন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন ভুক্তভুগি কামরুজ্জামানের বোন বেলি বলেন, (১০ জুন) বৃহস্পতিবার বিভিন্ন সংবাদ মাধ্যমে মিথ্যা ও ভুয়া সংবাদ সংবাদ প্রকাশ করা হয়েছে তার সাথে কামরুজ্জামানের কোন সম্পর্ক নেই। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি আরো বলেন ভাইকে হত্যার উদ্দেশ্যে গত ২০-০৫-২০২১ ইং তারিখে ভাইয়ের (তিশান ইবনে রাইম মানিক) মাথায় টিউবওয়েলের হাতল দিয়ে মাথায় আঘাত করে।
এতে করে তার ভাই (তিশান ইবনে রাইম মানিক) গুরুত্বর অসুস্থ্য হয়ে পড়লে তাকে দীর্ঘদিন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বর্তমানে সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে’। এর বিচার চেয়ে কামরুজ্জামান বাদী হয়ে আশা আক্তারের বিরুদ্ধে গত ২০-০৫-২০২১ ইং তারিখে পীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে।
উক্ত মামলাটির জামিন নিতে গিয়ে আশা আক্তারকে জেল হাজতে প্রেরণ করেন বিজ্ঞ আদালত। কিছুদিন পর জেল থেকে জামিনে মুক্তি পেয়ে স্থানীয় এক মানবাধিকার কর্মী ও এক সাংবাদিকের যোগসাজসে অর্থের বিনিময়ে তাদের মামলাটি ভিন্ন খাতে প্রভাবিত করারর উদ্দেশ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে মিথ্যা ও ভুয়া সংবাদ প্রচার করেছেন ।
যা কিনা সেটি আদৌ সত্য নয়। তারা উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন । সেই আশা আক্তারের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটির ন্যায় বিচার পেতে সকল সাংবাদিকদের কাছে দৃষ্টি আকর্ষণ করেছেন।