
কাজী সামছুজ্জোহা মিলন মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
১৮ মে ২০২১ নওগাঁর মহাদেবপুরে প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হেনস্তা ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মঙ্গলবার ১৮ মে বিকেলে মহাদেবপুর ডিজিটাল প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে তাৎক্ষণিক এক সভায় এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
ডিজিটাল প্রেসক্লাবের সভাপতি বরুণ মজুমদার এতে সভাপতিত্ব করেন। এ সময় অন্যদের মধ্যে নিন্দা জানান মহাদেবপুর ডিজিটাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কিউ এম সাঈদ টিটো, সহ-সভাপতি কাজী সামছুজ্জোহা মিলন, সাধারণ সম্পাদক আমিনুর রহমান খোকন, যুগ্ন সম্পাদক রওশন জাহান, সাংগঠনিক সম্পাদক অসিত দাস, প্রচার সম্পাদক এম আর রাজ, সহযোগী সদস্য আব্দুর রহমান ও এবি সিদ্দিকী প্রমুখ। সাংবাদিকেরা এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করেন।