
ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক :
বৈশ্বিক এই মহামারি করোনাভাইরাস এর কারণে আমরা অনেক প্রকল্পের কাজ শেষ করতে পারিনি । তবে এগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শেষ করে ফেলতে হবে ।
এমনকি যেগুলো সরাসরি জনগণের কল্যাণের সাথে সম্পৃক্ত, সেগুলোকে অবশ্যই সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। ১৮ মে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভাতেে এমন এক নির্দেশনা দিয়েছেন এনইসির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
এসময় পরিকল্পনামন্ত্রী আরো জানালেন, গবেষণার জন্য আলাদা বরাদ্দ রাখার নির্দেশনাও দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী।পরিকল্পনামন্ত্রী বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় গবেষণা করবে তাদের কারণে, কৃষি তার কৃষিতে করবে। ফান্ড থাকতে হবে। গবেষণা করতে হবে।
বৈজ্ঞানিক, গবেষক– এগুলো অবশ্যই রাখতে হবে।এমনকি আজকের এনইসি সভাতে নতুন অর্থ বছরে (২০২১-২২) ১ হাজার ৫১৫টি প্রকল্পের জন্য দুই লাখ ৩৬ হাজার ৭৯৩ কোটি ৯ লাখ টাকা ব্যয় সম্বলিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দেয়া হয়। এমনকি এটি জাতীয় সংসদে এর চূড়ান্ত ভাবে অনুমোদন দেয়া হবে বলে জানালেন।