Subscribe our Channel

পঞ্চগড়ে বিলুপ্ত সড়ক উদ্ধারের দাবী এলাকাবাসীর

পঞ্চগড়ে বিলুপ্ত সড়ক উদ্ধারের দাবী এলাকাবাসীর

মোঃ তোতা মিয়া বিভাগীয় ব্যুরো প্রধান রংপুর :

সরকারি রেকর্ডিয় বিলুপ্ত রাস্তা উদ্ধারের দাবী জানিয়েছেন পঞ্চগড় সদর উপজেলা মাগুড়া এলাকাবাসীর পক্ষে জালাল উদ্দীন। গত ৩১ আগস্ট উপজেলা প্রশাসনে তিনি একটি লিখিত আবেদন করেন।তাতে দীর্ঘদিনেও কোন সরহা পায়নি এলাকাবাসী। ভুক্তভোগীরা বলেন, আমাদের কয়েকটি পরিবারের লোকজন কৃষিজমিসহ কবরস্থানে যাতায়াতের রাস্তা জবর দখল করা নিয়ে দীর্ঘদিন ধরে অলিয়র রহমানের সঙ্গে আমাদের বিরোধ চলছিল।

 

আমরা উপজেলা প্রশাসনকে রাস্তা উদ্ধারে আবেদন করি, এরপর থেকে তারা আমাদের উপর বিভিন্নভাবে হয়রানি ও নির্যাতন করে আসছিল। পরবর্তিতে আমাদের ফাঁসানোর জন্য তারা নিজেরাই কিছু সুপারি, লাউ ও সিম গাছ রাতের আধারে তুলে আমাদের বউ বাচ্চাসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা দিয়েছেন।

 

এ ব্যাপারে সঠিক তদন্ত ও রাস্তা উদ্ধারে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগি জালাল উদ্দিনসহ কয়েকটি পরিবার। রাস্তাটি উদ্ধার হলে কৃষিক্ষেত্রে ও কবরস্থানে যাতায়াতের সুবিধা ভোগ করবে এলাকাবাসী। রেকর্ডিয় সড়কে সুপারি গাছ লাগিয়ে বাঁশের বেড়া দেওয়াকে কেন্দ্র করে বাকবিতন্ডার জের ধরে কয়েকটি পরিবারের ১৬ জনের বিরুদ্ধে সুপারি, লাউ ও সিম গাছ লুটপাটের মামলা দেয়া হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগি জালাল উদ্দীনসহ কয়েকটি পরিবার।

 

এবিষয়ে জানতে চাইলে অলিয়ার রহমান বলেন,এতদিন আমার জমিতে তারা বিভিন্নভাবে অনেক সুবিধা নিয়েছে। এখন আমি গাছ লাগিয়েছি বিধায় এই দ্বন্দ্ব । তবে আমিও চাই সরকারি আমিন (সার্ভেয়ার) এসে রাস্তার সঠিক দিকটা বের করে দেয়।

 

মাগুড়া ইউনিয়ন ভূমি উপ-সহকারি কর্মকর্তা (তহশিলদার) জানান, দুই পক্ষেরই অভিযোগ আছে, আমি ঊর্ধ্বতন কতৃপক্ষকে আবেদন করেছি সার্ভেয়ার দিয়ে সরকারি রেকর্ডিয় রাস্তা বের করে দেওয়ার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *