Saturday, 15 March 2025, 3:37:25 am

Subscribe our Channel

ইউএনও’র হস্তক্ষেপে রাণীশংকৈলে বাল্য বিবাহ বন্ধ

হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) নিজস্ব প্রতিনিধিঃ

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গতকাল ৯ মার্চ ইউএনও’র হস্তক্ষেপে নবম শ্রেণির এক ছাত্রী বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পেয়েছেন। ঐ ছাত্রী উপজেলার ভাংবাড়ি গ্রামের এজাবুল হকের মেয়ে ও মীরডাঙ্গী বিএমএস বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী।

 

ঘটনার দিন বিকালে উপজেলার ভাংবাড়ি গ্রামে ঐ ছাত্রীর বাড়িতে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির। ইউএনও বলেন, “গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করি।

 

একই উপজেলার গোগর গ্রামের এক ছেলের সাথে ভাংবাড়ি গ্রামের নবম শ্রেণিতে পড়ুয়া মেয়ের বিয়ের আয়োজন করা করেছিলেন। মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়ায় বিয়ে বন্ধ করা হয়।

 

এবং করোনাকালে স্বাস্থবিধি না মেনে লোক জামায়ের করে খাওয়ার আয়োজন করার অপরাধে ১৮৬০ সালের দন্ড বিধি ২৬৯ ধারায় মেয়ের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।” এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবিদা সুলতানা ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *