Subscribe our Channel

বীরগঞ্জের গৃহবধূ রঞ্জিনার ফেনী মিরসরাইতে রহস্যজনক মৃত্যু

মোঃ তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ(দিনাজপুর) নিজস্ব প্রতিনিধি :

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়ন প্রসাদপাড়া গ্রামের আঃ রহিমের কন্যা রঞ্জিনা(২৫) এর সাথে ফুফাতো ভাই পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ফুলতলা আরাজি শিকারপুর জলির পাড়ার আঃ কুদ্দুসের ছেলে মামুন ওরফে বাবু(৩০) এর আনুষ্ঠানিক বিয়ে হয়।

 

বিয়ের পর ব্যাটালিয়ন আনসার বাহিনীর সৈনিক পদে চাকরির সুবাদে বিভিন্ন এলাকায় কাটানোর পর ১৬ ব্যাটালিয়ন আনসার বাহিনীতে কর্মরত থাকাকালীন চট্টগ্রামের ফেনী মিরসরাইতে স্ত্রী ও শিশু ছেলে রাকিব (৭)সহ বসবাস করাকালীন গত ৭ এপ্রিল উল্লেখিত গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়। রঞ্জিনার লাশ ৮ এপ্রিল সকালে তার বাবার বাড়িতে নিয়ে আসলে এলাকায় শোকের ছায়া পড়ে।

 

 

উভয় পরিবারের সদস্য ও স্থানীয়দের সাথে কথা বলা হলে জানা যায়, লাশ নিয়ে আসার পর মৃতের পরিবারের লোকজন রঞ্জিনার রহস্যজনক অকাল মৃত্যুর কারনে মামুন কে মারধর করে ঘরে আটকে রাখে ও লাশের সঙ্গে আসা ২ জন আনসার সহকর্মীকে মারধর করে তাড়িয়ে দেয়। সংবাদ পেয়ে মামুনের পরিবারের লোকজন ও জলির পাড়ার কয়েকজন প্রতিবেশী সেখানে উপস্থিত হলে মারধরে বাবা কুদ্দুস(৬০), মা রেজিয়া (৫৫), বোন মুন্নী(২৫) সহ সিরাজ, রসনা, আনু, কোহিনূর আহত হয়।

 

এসময় উভয় পক্ষের গোপনীয় আপোষ – মিমাংসায় অনেক রকম দাবীর মুখে রহস্যময় এই অকালমৃত্যুর কফিনে নিরবতার পেরেক ঠুকে বিকেল ৪ টায় লাশের দাফন কাজ সমাপ্ত করে। তবে মামুনের পরিবার আটক বা জিম্মি ও মারধরের কথা স্বীকার করলেও মামুন সেসব না জানিয়ে বলেন, ঘটনার দিন ভোরে ডিউটিতে গিয়ে সকালে বাড়িতে ফোন দিলে শিশু সন্তান রাকিব কল রিসিভ করে জানায় যে তাঁর মা রঞ্জিনা রাইস কুকারের উপরে ঘুমাচ্ছে।

 

সন্তানের এই কথা শুনে সন্দেহ হলে বাড়িতে আসলে কারেন্ট পিষ্টের বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক মহাস্থানগড় হাসপাতালে নিয়ে যায় এবং বারইহাট জেনারেল হাসপাতালের ইসিজি রিপোর্ট নিয়ে মহাস্থানগড় হাসপাতালে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃতের লাশ হস্তান্তর করেন এবং লাশের ব্যাপারে মৃতের পিতা ও পরিবারের কোন অভিযোগ না থাকায় ফেনী থানা পুলিশের মাধ্যমে লাশ গ্রহণ করে দাফনের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে।

 

তবে নাম প্রকাশ না করার শর্তে মৃতের পরিবারের নিকট আত্মীয় ও স্থানীয়রা জানান, কয়েক মাস আগ থেকে মামুনের পরকিয়া জনিত কারণে উক্ত দম্পত্তির সংসারে কলহ-বিবাদ চলে আসছিলো বলে শুনেছিলেন।

 

সেই বিষয়কে কেন্দ্র করেই রঞ্জিনার রহস্যজনক অকাল মৃত্যু হয়েছে বলে সন্দেহ প্রকাশ এবং লাশের ময়না তদন্ত করা হলে প্রকৃত বিষয়টি প্রকাশিত হবে বলে দাবি করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *