
মোঃ তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ(দিনাজপুর) নিজস্ব প্রতিনিধি :
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নে জমি- জমা সংক্রান্ত বিবাদ নিয়ে সংঘর্ষে একই পরিবারের ৬ জন আহত হয়েছে। বীরগঞ্জ থানার অভিযোগ সুত্রে প্রকাশ থাকে, মরিচা ইউপির মান্নান পাড়া গ্রামের আঃ গনির ছেলে আকতারুল ইসলাম(৪৫) তার পৈত্রিক সুত্রে প্রাপ্ত মরিচা মৌজার জমি- জমা নিয়ে একই এলাকার মৃত সফির উদ্দিনের ছেলে সুলতান আলীর (৫৫) সাথে বিরোধ চলে আসছিল। এর পরিপ্রেক্ষিতে স্থানীয়ভাবে আপোস নামা বা পঞ্চপত্র করা হয়।
উল্লেখিত আপোস নামার শর্তভঙ্গ করে বাড়ি পার্শ্ববর্তী আবাদি জমির ফসল নষ্ট করা সহ বিভিন্ন ধরনের হুমকি-ধামকি প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ৭ এপ্রিল বেলা সাড়ে ১১ টায় বিবাদী সুলতান, সুলতানের ছেলে সাহাবুর(৩০) , মরিচা প্রাইমারি স্কুল এলাকার মৃত বড় বাউয়ের ছেলে হবিবর(৫০), হবিবরের ছেলে রানা(২৫), দুলাল(৩৫), জনৈক জাহিরুল সহ একদল ভারাটে বাহিনী একজোট হয়ে উল্লেখিত বিবাদমান জমির বপনকৃত পাটক্ষেত নষ্ট করে জোরপূর্বক কাউনের বীজ বপন করে।
এসময় বাধা দিলে সংঘবদ্ধ চক্রের সন্ত্রাসীরা আকতারুল ও তার ছোট ভাই তরিকুলের বাড়িতে ইট,পাটকেল নিক্ষেপ করে বাড়ির টিন,ঘরের টিন, রান্নাঘরের সিমেন্টের টিন ফুটা ভাঙ্গা করে। সেসময় ইটের আঘাতে আকতারুলের পরিবারের সদস্যরা রক্তাক্ত ও আহত হয় এবং সংঘবদ্ধ চক্রের সাথে থাকা লাঠি,রড, টিউবওয়েলের হেন্ডেল, সামুরাই, দা,তরোয়াল সহ নানান ধরনের দেশীয় অস্ত্রে- সস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলায় আকতারুলকে মারধর করে, তার বড় স্ত্রী কারিমা (৪০) এর মাথা ফাটা ও ডান হাতের রগ কেটে ফেলে, ছোট স্ত্রী নুর বানু(৩২) র মাথা ফাটে ও বাম হাতের বৃদ্ধাঙ্গুল ফেটে গুরুতর জখম হয়।
এছাড়া তরিকুলের স্ত্রী নুরি (৩৫), বড় আব্বা আমজাদ হোসেন(৬৫), ফুফাতো ভাই আতাউর (৩৫) সহ পরিবারের বেশকজন সদস্য গুরুতর আহত হয় এবং সন্ত্রাসী কায়দায় বাড়ির ভিতরে প্রবেশ করে নিজস্ব নছিমন গাড়ির ৪৫ হাজার টাকার ক্ষতিগ্রস্ত করা সহ ঘরে ঢুকে আকতারুলের মেয়ের বিবাহর নিমিত্তে রাখা ৪ ভরি ওজনের আনুমানিক ২ লক্ষ টাকার স্বর্নালংকার চুরি করে বীরদর্পে পালিয়ে যায়।
এসময় ডাকচিৎকারে প্রতিবেশি সাক্ষী জবাইদুল,মমিনুল, পালোয়ান,আজিজুল সহ অনেকে এগিয়ে এসে আহতদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থা বেগতিক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক রেফার্ড করলে গুরুতর আহত কারিমা বেগমকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে সুলতান আলী গং এর অবৈধ প্রভাবে ভীতসন্ত্রস্ত ভুক্তভোগী আকতারুলের পরিবারের সদস্যরা উল্লেখিত সন্ত্রাসী কর্মকা-ের উপযুক্ত বিচার প্রার্থনা করে সম্পত্তি রক্ষায় উর্ধতন কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।